প্রাথমিক-কিন্ডারগার্টেনেও শুক্র-শনিবার ছুটি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলেও সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের শুক্রবার ও শনিবার ছুটি থাকবে তাদেরও।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে সাপ্তাহিক ছুটি দুদিন শুক্র ও শনিবার করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এ দুদিন ক্লাস বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার অর্ধদিবসের ক্লাস চলবে পূর্ণদিবস।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের স্কুল-কলেজ সপ্তাহে দুদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানও প্রতি সপ্তাহের দুদিন শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
ওআ/