নবাবগঞ্জ কৃষক লীগের আলোচনা সভা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নবাবগঞ্জ  কৃষক লীগের  আলোচনা  সভা

ঢাকার  নবাবগঞ্জ উপজেলা কৃষক  লীগ বুধবার বিকালে  দলীয়   কার্যালয়ে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা  ও দোয়ার মাহফিলের আয়োজন  করে।

শোক সভার আলোচনায় ও দোয়ার  মাহফিল এ উপস্থিত ছিলেন  উপজেলা  কৃষক  লীগ আহবায়ক   সাদের  হোসেন  বুলু, যুগ্ম আহবায়ক  মেহেদী  হাসান স্বপনসহ উপজেলা  আহবায়ক  কমিটির  সকল সদস্য  ১৪টি ইঊনিয়ন কৃষক  লীগের   নেতৃবৃন্দ ।

আরএক্স/