কক্সবাজারে বাগবিতণ্ডার জেরে ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কক্সবাজারে বাগবিতণ্ডার জেরে ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ১০ টায় খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেচাঁর ঘোনায় এ ঘটনা ঘটেছে।
   
নিহত ট্রলার মাঝি  আব্দুল গফুর (৪৫) ওই এলাকার পেঠান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলার মাঝি আবদুল গফুর। আজ সকালে মাঝি মাল্লারা সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিল। এ সময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এসময় গফুর মাঝিকে লাঠি দিয়ে নুর মোহাম্মদ মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবদুল গফুরের মৃত্যু হয়।

জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দু সালামের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস  বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।

আরএক্স/