মহেশখালীতে মক্তব নিয়ন্ত্রণের বিরোধে মৌলভীকে পিটিয়ে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মহেশখালীতে মক্তব নিয়ন্ত্রণের বিরোধে মৌলভীকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে মক্তব নিয়ন্ত্রণের বিরোধের জের ধরে মৌলভী জিয়াউর রহমান (৫৫) নামের এক ব্যক্তিটি পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মৌলভী জিয়াউর রহমান ওই ইউনিয়নের মৃত শাহাব উদ্দিনের ছেলে।

কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল জানান, একটি মক্তব নিয়ন্ত্রণের বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ চলমান রয়েছে। যার সূত্র ধরে আদালতে মামলাও রয়েছে। এ বিরোধের জেরে মৌলভী জিয়াউর রহমানকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

মহেশখালী থানার ওসি প্রবণ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরএক্স/