এতিমদের মাঝে মানব কল্যাণ সংস্থার খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শান্তিগঞ্জে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন মানব কল্যাণ সংস্থা। খাদ্য সামগ্রী বিতরণে অর্থায়ন করেন সংগঠনটির সভাপতি মো. ময়না মিয়ার ছেলে, ফ্রান্স প্রবাসী নাঈম মোর্শেদ।
শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ২টায় উপজেলার পাগলা বাজারে (উত্তর মাথায়) পুরোনো পূবালী ব্যাংকের সামনে ৭৭জন এতিম শিশুদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ময়না মিয়া বলেন, মানব কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে এতিম, অসহায় মানুষদের জন্য কাজ করে আসছে। সকলের সহযোগিতায় সংস্থাটি মানুষের পাশো আছে এবং সব সময়ই পাশে থাকবে বলে বিশ্বাস করি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- সমাজ সেবা কর্মকর্তা মো. হেলাল আহমদ, মানব কল্যাণ সংস্থার সভাপতি মো. ময়না মিয়া, সহ-সভাপতি শাহ আলম, মো. মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য পরিতোষ পাল ও সালমান হোসেন প্রমুখ।
আরএক্স/