বিএনপি জনগণ নিয়ে ভাবে না: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ আর জনগণকে নিয়ে ভাবে না বিএনপি। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।
শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির সরকার পতনের বিষয়ে কাদের বলেন, ‘এটা নতুন কথা নয়, ১৩ বছর ধরে শুনে আসছি। বিএনপি দেশ আর জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্যই ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা আর জঙ্গিবাদ; এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফা ম বাহাউদ্দীন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কবির সমাধিতে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। এরপর বাংলা একাডেমি থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, ‘কাজী নজরুলকে আধুনিক কবি বলা হয়। উনি আধুনিক ত বটেই তিনি উত্তর আধুনিক কবি। তার আদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে যাচ্ছে। কারণ এখন নজরুলকে নিয়ে গবেষণার পাশাপাশি তাকে নিয়ে চর্চা হচ্ছে। নজরুলের দেওয়া গণতান্ত্রিক শক্তি, জাতীয় শক্তি অসাম্প্রদায়িক শক্তি আর সদাচারী শক্তির সম্মেলন করে একটি জাতি রাষ্ট্র বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রস্তুত আছি।’
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের সদাচারী মনোভাবের উপর ভিত্তি করে বাংলাদেশকে একটা জাতী রাষ্ট্র আর সারা বাংলাদেশে একটা জাতি রাষ্ট্র গড়ে তুলি।’
ওআ/