বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নাটোর টিভি উপকেন্দ্রের সম্প্রচার ও নিয়ন্ত্রণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি এক সময় অবরোধ করে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছিল। আবার যদি সেরকম জ্বালাও পোড়াও করতে চায় তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবে। এবার প্রশাসনও বসে থাকবে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘জামায়াত-বিএনপি সম্পর্ক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্ন সব সময় এড়িয়ে যান। এড়িয়ে যাওয়ার মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য, তা কখনও ছিন্ন হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বিটিভির প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
ওআ/