জয়পুরহাটে বাইশ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাটের ক্ষেতলালে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক যুবতীদের ফ্রিল্যান্সিং বিষয়ে ২২ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধণ হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে প্রশিক্ষণের শুভ উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা'র) অর্থায়নে ২২ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ে শুভ উদ্বোধণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, প্রভাষক মনোয়ার হোসেন সাখিদার, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) খাযরুইয়ার রহমান (নাহিল), উপজেলা উন্নয়ন সহায়ক আব্দুল জব্বার সরকার, উপজেলা পরিষদের সিএ এস.এম. শওকত প্রমুখ।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
