কক্সবাজারের যাত্রিবাহী বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার ওসি মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, শুক্রবার বেলা ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত ক্ষিরোদ চন্দ্র শীল (৮০) চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া শীল পাড়ার মৃত ভীম চরণ শীলের ছেলে।
স্থানীয়দের বরাতে মোর্শেদুল বলেন, বেলা ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে এক বৃদ্ধ হাঁটাহাঁটি করছিলেন। এক পর্যায়ে চট্টগ্রামমুখি সৌদিয়া পরিবহনের একটি বৃদ্ধকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ লোকটি গুরুতর আহত হন।
" পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত লোকটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ও সহকারি পালিয়ে গেলেও গাড়ীটি জব্দ করা হয়েছে। "
হাইওয়ে পুলিশের ওসি জানান, নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। এর প্রেক্ষিতে বিধি মোতাবেক মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
