চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আবিদা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাম হোসেন পণ্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবিদা পৌরসভার আলমপুর এলাকার মোহাম্মদ ওসমানের কন্যা বলে জানা যায়।
জানাযায়, নিহত আবিদা তার নানাবাড়ি বেড়াতে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আবিদাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
উদ্ধার করে পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
