বেতাগীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বেতাগীতে বিএনপির  বিক্ষোভ সমাবেশ

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাউন ব্রীজ থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে বেতাগী উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে।

মুলত সংক্ষিপ্ত  সমাবেশ করার কথা থাকলেও তা জনসমুদ্রে পরিনত হয়। এ কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল,  শ্রমিকদল, কৃষক দলের নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির মল্লিক এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি র আহবায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি র সদস্য সচিব তারিকুজ্জাম টিটু, জেলা সদস্য এডভোকেট সগীর হোসেন লিয়ন  উপজেলা বিএনপির সদস্য সচিব, গোলাম সরোয়ার রিয়াদ, সিনিয়র যুগ্ন আহবায়ক  প্রফেসার শাহিন, সার্জেন্ট(অবঃ) লাভলু, আব্দুস সালাম সিদ্দিকী, নেছার খান,মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল হক দুলাল, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মল্লিক, শাহাদাৎ খান

বক্তারা বলেন, বর্তমান সরকার জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিকহারে মূল্যবৃদ্ধি করেছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সম্প্রতি ভোলা, নারয়নগঞ্জ সহ বিভিন্ন যায়গায়  দলের নেতা কর্মী দের হত্যা করেছে এ সরকার। আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হঠানোর আন্দোলন জোরদার করারও আহ্বান জানান।

আরএক্স/