‘মাদক-সন্ত্রাস মুক্ত চুয়াডাঙ্গা গড়তে চেষ্টা করছি’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘মাদক-সন্ত্রাস মুক্ত চুয়াডাঙ্গা গড়তে চেষ্টা করছি’

মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত চুয়াডাঙ্গা গড়তে নিজের সবটুকু দিয়ে কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও  ব্যবসায়ী নেতা দিলীপ কুমার আগরওয়ালা। 

শনিবার (৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে এসব কথা বলেন তিনি। এ সময়ে তিনি চুয়াডাঙ্গার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন ও দেশব্যাপী বিএনপি-জামায়াতের সহিংসতার রোধে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।

তারাদেবী ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তদারকি করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সফরকালে গত শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশকে ইতিপূর্বে উপহার হিসেবে ৪ টি গাড়ি প্রদানের জন্য নবাগত পুলিশ সুপার দিলীপ কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ এই অঞ্চলের উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতেও রাখবো। আমার নিজ জেলা চুয়াডাঙ্গার সকল ভালো কাজের সাথে আমি ছিলাম, আছি এবং থাকবো। চুয়াডাঙ্গার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সর্বদা আপনাদের পাশে থাকতে চাই।’ পরবর্তীতে তিনি স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

আরএইচ/