মাছে রঙ মেশানোর অভিযোগে আটক ৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মাছে রঙ মেশানোর অভিযোগে আটক ৩

চট্টগ্রামের হাটহাজারীর সরকারহাট বাজারে অভিযান চালিয়ে মাছে ক্ষতিকর রঙ মেশানোর অভিযোগে কয়েকজন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তথ্যের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক এক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীরা খবর পেয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের সহযোগিতায় অপর ব্যবসায়ীদের আটক করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরকার হাট বাজারে মাছে ক্ষতিকর রঙ মেশানোর দায়ে তিন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনে আটককৃত মো. মিজানকে ৩০ হাজার টাকা, মো. জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা ও মো. রফিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরএইচ/