উত্যক্তের প্রতিবাদে বসতঘরে হামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

কাঠালিয়া উপজেলার দক্ষিন আউরা গ্রামে মো. শাহজালালের স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর মারধরের অভিযোগ উঠেছে রাবী হাওলাদারের উপর।
উত্যক্তের শিকার ওই নারী বলেন, প্রায়ই রব্বী হাওলাদারসহ দোকানে থাকা কিছু বখাটে ছেলে বেশ-কয়েক দিন যাবৎ নানা অশ্লীল কথা বলে ও অঙ্গভঙ্গি করে আমাকে উত্যক্ত করে আসছে। অনেক নিষেধ করা সত্ত্বেও তারা বিরত হয় না। গত রোববার উত্যক্ত করার প্রতিবাদ করলে লোকজন নিয়ে আমাদের বসতঘরে হামলা চালায় রাব্বী।
শাহজামাল হাওলাদার জানান, আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে ঘাটলার পাশে রাব্বি দোকানঘর করেছেন। মহিলারা গোসল করতে আসলে বিভিন্ন ধরনের উত্যক্ত করন কথা বলে দোকানে থাকা লোকজন, আমার স্ত্রী বাধা দিলে লাঠিশোটা নিয়ে এসে শাহিন, রাব্বি এবং শাহিনের স্ত্রী আমার বসতঘরে হামলা চালায়। তাই আমি তিনজনকে আসামি করে থানায় অভিযোগ করেছি।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
