ফুলবাড়ীতে সার ব্যসায়ির অর্থদণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফুলবাড়ীতে সার ব্যসায়ির অর্থদণ্ড

দিনাজপুরের ফুলবাড়ী লাইসেন্স ছাড়া খুচরা রাসায়নিক সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তিন সার ব্যবসায়িকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তার জাহান গত রবিবার উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গিহাট ও শিবনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লাইসেন্স বিহীনভাবে খুচরা রাসায়নিক সার বিক্রির অপরাধে তিনজন খুচরা সার বিক্রেতাকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

অর্থদণ্ডপ্রাপ্ত খুচরা সার ব্যবসায়ি তিনজন হলেন, আমডুঙ্গিহাটের মেসার্স সোহাগ ট্রেডাস পাঁচ হাজার, শিবনগর বাজারের মেসার্স সেকেন্দার ট্রেডাস পাঁচ হাজার টাকা ও মেসার্স মদিনা ট্রেডাস সাত হাজার টাকা। দণ্ডপ্রাপ্তরা ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে দায় মুক্ত হন। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দারুস সালাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ হোসেন চৌধুরীসহ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, উপজেলায় সকল প্রকার সার যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। সারের কোন প্রকার সংকট নেই। সারের সংকট নিয়ে কেউ বিভ্রান্তি ছাড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরএইচ/