সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন (৪৫)। সে গাজীপুর জেলার মাস্টার বাড়ী এলাকার আজগর আলীর ছেলে।
জানা যায়, বাইপাইল থেকে আব্দুল্লাহপুর যাওয়ার সময় জিরাবো নামক স্থানে এসে অপরদিক থেকে আসা একটি পিকাপের সাথে ধাক্কা লেগে নিচে পরে যায় ওই মোটরসাইকেল আরোহী। এরপর পেছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুলিয়া থানা পুলিশের এসআই নয়ন আহমেদ জানায়, আমি আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএইচ/