পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঙ্গে ছোট যমুনা নদীর পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিজভি আহম্মেদ রাহাত ফুলবাড়ী পৌরশহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক মো. রজব আলীর ছেলে এবং সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনাটি ঘটেছে, সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী পৌরশহরের চাঁদপাড়া এলাকায়।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হলে রংপুর ডুবুরী দলকে খবর দেন। কিন্তু এরইমধ্যে স্থানীয়রা রাহাতের মরদেহ উদ্ধার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মরদেহ উদ্ধারের পর সুরতাহাল করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কারো প্রতি কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
আরএইচ/