বাসন থানা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাসন থানা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুর মহানগরে শ্রমিকলীগের বাসন থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত (৩ সেপ্টেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। এদিকে আগামী ১৫ দিনের মধ্য ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা জমা দিয়ে অনুমোদন নেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। 

গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মজিদ বিএসসিকে ১ নং যুগ্ম আহবায়ক, কবির আহমেদ মন্ডলকে যুগ্ম আহবায়ক, ইব্রাহিম খলিলকে যুগ্ম আহবায়ক মজিবুর রহমানকে যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদেরকে যুগ্ম আহবায়ক, মেহেদী হাসান সুমনকে যুগ্ম আহবায়ক, সৈয়দ আব্দুল জলিলকে যুগ্ম আহবায়ক নির্বাচন করা হয়েছে। মাহফুজুর রহমান মাহফুজ স্বাক্ষরিত বাসন থানা জাতীয় শ্রমিক লীগের কমিটিতে আব্দুর রহিম সিরাজীকে সভাপতি, মো. শামছুল হক সরকারকে সহসভাপতি, মো. রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক, মো. শাহাদৎ হোসেন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. মোবারক হোসেন জমিদারকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।

এদিকে শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটি হওয়ায় একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উনিশে টাওয়ার ময়মনসিংহ রোড  থেকে জয়দেবপুর রোড সড়ক ভবন হয়ে টাঙ্গাইল রোডে গিয়ে শেষ হয়।  

আরএইচ/