বরগুনায় ইয়াবাসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বরগুনার সদর উপজেলার ধুপতি ও আমতলী উপজেলার চাওড়া এলাকা থেকে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে ইউনিয়নের মনষাতলি গ্রামের ইমামুজ্জামান সাইফ (২৫), শাওন (২৬) কে ২৫পিস ইয়াবা ট্যাবলেট ও আমতলী উপজেলার রিপনকে (২৯) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাতে দুই স্থানে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএইচ/