চুনারুঘাটে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) উপজেলার উসমানপুর এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. বুরহান উদ্দিনকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
এ অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি দল। এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
আরএইচ/