শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের অভিযানে দণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের অভিযানে দণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার, সাগরদীঘি রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

সূত্র জানায়, মাছ বাজারে ডিজিটাল মিটারে ওজনে কারচুপি করা, দৃশ্যমান স্থান মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করা, বিক্রয় ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাছের দোকানকে ১৫ হাজার টাকা, ডিমের দোকানকে ৩ হাজার টাকা, ইকো এগ্রিকালচার ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

আরএইচ/