শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের অভিযানে দণ্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার, সাগরদীঘি রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, মাছ বাজারে ডিজিটাল মিটারে ওজনে কারচুপি করা, দৃশ্যমান স্থান মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করা, বিক্রয় ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাছের দোকানকে ১৫ হাজার টাকা, ডিমের দোকানকে ৩ হাজার টাকা, ইকো এগ্রিকালচার ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
