হাটহাজারীতে কিশোরের মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হাটহাজারীতে কিশোরের মরদেহ উদ্ধার

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে ভাড়া বাসা থেকে মাসুদ (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থানার উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত মাসুদ রাউজান উরকিরচর এলাকার জাকের হোসেন প্রকাশ আব্দুস শুক্কুরের ছেলে।

নিহত মাসুদের মা রুমি বলেন, আমি বিদেশে থাকতাম। সে সময় সে তার সৎ মায়ের সাথে আসা যাওয়াতে ছিল। গত দুই মাস ধরে সে তার সৎ মায়ের বাসায় থাকছে। সে তার সৎ বোনের সাথে সম্পর্কে আছে বলে শোনেছি। এ ব্যাপারে সে আরও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছে। তবে আজকে শেষমেষ তার লাশই পেলাম।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা করেছে জানা যাবে। থানায় অপমৃত্যুর মামালা রুজু হয়েছে।

আরএইচ/