প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করেন নারিশ কন্সট্রাকশানের ব্যাবস্থাপক মো. সাইফুল ইসলাম আকন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভালুকা এজেন্ট প্রিমিয়ার ব্যাংকের শাখার ম্যানেজার ফরহাদ ইকতেখার, ডেপুটি ম্যানেজার ভালুকা শাখার সাইফুল ইসলাম, সদস্য সাইফুল হুদা সোহাগ, সদস্য শাহ আলম এজেন্ট ব্যাংকিং হেড অফিস,এস,এম আসিফ ভালুকা ব্রাঞ্চ,আল মাসুম মন্ডল ভালুকা ব্রাঞ্চ, নীরঞ্জন সূত্রধর ব্যাবস্থাপক নারিশ, মো. ছাইফুল ইসলাম আকন্দ প্রমুখ।

উদ্বোধনে অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ এজেন্ট ব্যাংকিংয়ের সাহায্যে একটি ব্যাংকের যাবতীয় সেবা গ্রাহকদের দেয়া হবে। গ্রাহকরা এই আউটলেটের মাধ্যমে তাদের যাবতীয় লেনদেন, বিদ্যুৎ বিল পরিশোধ, প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাসহ যাবতীয় সেবাগ্রহণের সুযোগ পাবেন।

আরএইচ/