প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করেন নারিশ কন্সট্রাকশানের ব্যাবস্থাপক মো. সাইফুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভালুকা এজেন্ট প্রিমিয়ার ব্যাংকের শাখার ম্যানেজার ফরহাদ ইকতেখার, ডেপুটি ম্যানেজার ভালুকা শাখার সাইফুল ইসলাম, সদস্য সাইফুল হুদা সোহাগ, সদস্য শাহ আলম এজেন্ট ব্যাংকিং হেড অফিস,এস,এম আসিফ ভালুকা ব্রাঞ্চ,আল মাসুম মন্ডল ভালুকা ব্রাঞ্চ, নীরঞ্জন সূত্রধর ব্যাবস্থাপক নারিশ, মো. ছাইফুল ইসলাম আকন্দ প্রমুখ।
উদ্বোধনে অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ এজেন্ট ব্যাংকিংয়ের সাহায্যে একটি ব্যাংকের যাবতীয় সেবা গ্রাহকদের দেয়া হবে। গ্রাহকরা এই আউটলেটের মাধ্যমে তাদের যাবতীয় লেনদেন, বিদ্যুৎ বিল পরিশোধ, প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাসহ যাবতীয় সেবাগ্রহণের সুযোগ পাবেন।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
