কেশবপুর ভুয়া মেজর আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কেশবপুর ভুয়া মেজর আটক

কেশবপুরে মোয়াজ্জেম কবীর (৩৭) নামের এক ভুয়া মেজরকে উপজেলার বগা মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা করা হয়েছে। 

গত মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মোয়াজ্জেম কবীর নিজেকে মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ২০১৯ সালে উপজেলাত বুড়ুলি গ্রামের ওদুদ সরদারের ছেলে বিল্লাল হোসেনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলেও ৩ লাখ টাকা নেন। চাকরি দিতে না পারলে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি সেনাবাহিনীর কেউ না। এ বিষয়ে থানায় ওদুদ সরদার সম্প্রতি একটি মামলা করেন। 

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক অনিমেষ বিশ্বাস বলেন, মোয়াজ্জেম কবীরকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে টাকা আত্মসাতের মামলায় গ্রেফতারকৃত করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়। 

আরএইচ/