পেট্রোল পাম্পে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ হোসেন (২৫) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে দগ্ধ পাঁচ জনের মৃত্যু হলো।
গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিদ্যুৎ ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই পেট্রোল পাম্পে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। তার শরীরের প্রায় ১৭ শতাংশ পুড়ে গেছে।
বিদ্যুৎতের চাচাতো ভাই মাহাবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, অগ্নিদগ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় কাউকে আটক করা হয়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তধীন রয়েছে।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
