জীবননগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিকাইল গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিকাইল হোসেন (৪০) জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ার মৃত নওশের আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বুধবার মোটরসাইকেল আরোহী মিকাইল হোসেন আটক করে তার দেয়া তথ্য মতে মোটরসাইকেল তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আরএইচ/