বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভা

দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলমের সভাপতিত্বে ও ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর এএসও মো. নাসিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবু হাসান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, ইউপি চেয়ারম্যান সদের আলী, কবিরুল ইসলাম, আসাদুজ্জামান ভুট্টু, সাজ্জাদ হোসেন, ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সিনিয়র অফিসার মিল শেখ মনিরুল হুদা, এএসও মনোয়ারা খাতুন। 

সমন্বয় সভায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ উত্তরণের উপায় এবং কর্মকৌশল নির্ধারন করেন।

আরএইচ/