আত্রাইয়ে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আত্রাইয়ে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় বুধবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম অনলাইন এসএফ ম্যানেজমেন্ট ও সায়রাতমহাল ব্যবস্থাপনা এবং কোর্স সমন্বয়ক হিসাবে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম  জমি-জমা, ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত বিবরণী তথ্য উপাত্তসহ বর্ণনা করেন। এসময় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, সকল ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সচিব, তথ্য কেন্দ্রের উদ্যোক্তাগন, সাংবাদিক ও ভূমি অফিসে কর্মরতরা এ প্রশিক্ষণে গ্রহণ করেন। 

আরএইচ/