নাগরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মোকনা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ আলী প্রমুখ। মা সমাবেশ শেষে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীসহ অভিভাবক ও গণম্যান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
