ফুলবাড়ীতে মাদকসহ দুই নারী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে সাড়ে ছয় কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান পরিচালনা করে দুই নারী চোরাকারবারির দেহ তল্লাশী করে গাঁজা উদ্ধার করে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন বগুড়া সদরের ১৩ নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেনের মেয়ে লাবনী বেগম (২৭) এবং একই জেলার কাহালু উপজেলার কালাই গ্রামের মন্টু প্রামানিকের স্ত্রী শিল্পী বেগম (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু জাফর জানান, ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে ।
আরএইচ/