মুরাদনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর জি. এম উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন-আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন, করিমপুর মাদরাসার মুহতামিম মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, শ্রীকাইল কলেজের সাবেক অধ্যাপক শ্রামা প্রসাদ ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায়।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, আবদুর রহিম পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব, শরিফুল ইসলাম প্রমুখ।
আরএইচ/