বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর আ.লীগের শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর আ.লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরএইচ/