ময়মনসিংহে মাদকসহ গ্রেফতার এক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। তার নাম অনির্বান সাহা। সে টাঙ্গাইল সদরের বাজিতপুর সাহাপাড়ার প্রাণ গোবিন্দ সাহার ছেলে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হালুয়াঘাট উল্টর খয়ড়াকুড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য অনির্বান সাহাকে গ্রেফতার করে।
এসআই মনিরুজ্জামান বলেন, এই মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছে। গত কিছুদিন ধরে সে হালুয়াঘাটের উল্টর খয়ড়াকুড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আরএইচ/