দর্শনায় আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে সচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বেসামরিক বিমান ও পর্যটক সচিব মো. মোকাম্মেল হোসেনসহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল কেরুর ডিস্টিলারি বিভাগ ও দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, ঐদিন বিকাল সাড়ে চারটার দিকে প্রতিনিধিদল সরাসরি কেরুর লাভ জনক প্রতিসষ্ঠান ডিস্টিলারির বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখার পর দর্শনা চেক পোস্টে যান।
পরিদর্শন শেষে বিকাল পাঁচটার দিকে মুজিবনগরের উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করেন।
এ সময় অতিরিক্ত সচিব ও বিটিভির সিও আবু তাহের মোহাম্মদ জাবের, পর্যটক চেয়ারম্যান আলি কদর, চুয়াডাঙার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান, কেরু এ্যান্ড কোম্পানির এম ডি মো. মোশারফ হোসেন, মহা ব্যাবস্থাপক সাইফুল ইসলাম, মহা ব্যাবস্থাপক সুমন কুমার সাহা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির উপস্থিত ছিলেন।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
