কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

কৃষি বিষয়ে ৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির পরীক্ষা শুরু হয়েছে। 

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার চারটি ও বাইরের ছয়টি মোট ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য মতে, এ বছর ৭৯ হাজার ১৫৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আট কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার ৩ হাজার ৫৩৯ শিক্ষার্থীকে ভর্তি নেবে। সে হিসেবে কৃষি গুচ্ছের একটি আসনের জন্য লড়বেন প্রায় ২৩ ভর্তিচ্ছু।

কেন্দ্রগুলোর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৬ হাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ২৫, ইডেন মহিলা কলেজে ৩ হাজার ৫৮১, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৫০০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪ হাজার, চট্টগ্রাম ভেটেরিনারি ও পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ২ হাজার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৩ হাজার ১৫৩ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১ হাজার ৯০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

আরএইচ/