শরীয়তপুরে হ্যান্ডবল-ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

শরীয়তপুরে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হ্যান্ডবল ও শহিদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক আইজিপি একেএম শহিদুল হক পিপিএম এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
মাসব্যাপী এ টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাষ্টি বোর্ডের সদস্য ও পুনাকের সাবেক সভাপতি বেগম শামছুন্নাহার, ট্রাষ্টি বোর্ডের সদস্য শাকিব বিন শহীদ ও গভনিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সাবেক আইজিপি একেএম শহিদুল হক বলেন, শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস ঠিক রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে বিশ্বাসের করে গড়ে তুলতে হবে। মাসব্যাপী মনোমুগ্ধকর পরিবেশে এ মাঠে খেলা উপভোগ করার সুযোগ পারে শিক্ষার্থীরা। এদের মধ্য থেকেই আগামী দিনে খেলোয়ার তৈরি হবে বলে আমার বিশ্বাস।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
