বজ্রপাতে প্রাণ গেল ৩ ভাই-বোনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বজ্রপাতে প্রাণ গেল ৩ ভাই-বোনের

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লামিম (১২), রবিউল হাসান (১৬) ও সানজিদা (৯)। সম্পর্কে তারা ভাই-বোন।

জানা গেছে, রবিউল, সানজিদা ও লামিমসহ ৪ শিশু বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। পরে দুপুর দেড়টার দিকে বজ্রপাতে ওই ৪ শিশু আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে এখনও একজন বেঁচে আছেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস বলেন, এ ঘটনার পর হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, এ খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

আরএইচ/