ফুলবাড়িয়ায় আ.লীগের সভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ফুলবাড়ীয়া পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় এই সভা হয়।
সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড ইমদাদুল হক সেলিম স্বাগত বক্তব্য রাখেন। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পরিচিতি, বিগত সভার কার্যবিবরণী পাঠ, অনুমোদন, সাংগঠনিক এবং বিবিধ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিত সভাকে কেন্দ্র করে ফুলবাড়িয়ায় আওয়ামী নেতা কর্মীদের মাঝে উৎফুল্লতা দেখা গেছে।
আরএইচ/