উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নাটোরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইঞ্জিনটি বিকল রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণ করে। ইঞ্জিন বিকল হওয়ায় ইতোমধ্যে ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন রওনা হয়েছে। ইঞ্জিন আসলে পুনরায় ট্রেনটি যাত্রা শুরু করবে।
তিনি আরও বলেন, ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ থেকে ধোঁয়া বের হয়েছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
