ভুল ওষুধ প্রয়োগে কপাল পুড়লো কৃষকের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পলাশবাড়ীতে ভুল ওষুধ প্রয়োগে ৪ বিঘা জমির ধান পুড়ে গেছে এক কৃষকের। ওষুধ ব্যবসায়ী অস্বীকার করেছেন ওষুধ বিক্রির কথা। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মান্নান আগাছা দমনের জন্য ৪ বিঘা ধানের জমিতে ওষুধ প্রয়োগ করায় তার সব জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ওষুধ ব্যবসায়ী জমির মালিককে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন।
কৃষক আ. মান্নান ৯ সেপ্টেম্বর উপজেলার ঠুটিয়াপাকুরে অবস্থিত সার ও কীটনাশক ব্যবসায়ী নজরুল ইসলামের দোকান থেকে ধানের জমিতে আগাছা মারার জন্য ওষুধ নিয়ে এসে তার ৪ বিঘা জমিতে প্রয়োগ করেন। প্রয়োগের পরের দিন সমস্ত জমির ধান পুড়ে যায়। এ ঘটনা ব্যবসায়ী জানতে পেরে এলাকায় যাদের কাছে ওষুধ বিক্রি করেছিলেন তা ফেরত নেন এবং কৃষক আ. মান্নানকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস প্রদান করেন।
এব্যাপারে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ঘটনা পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে ওষুধ ব্যবসায়ীর সাথে ফোনে কথা বললে তিনি মান্নানের কাছে বিক্রির কথাটি অস্বীকার করেছেন।
আরএইচ/