শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য দিবসে সভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উৎযাপন উপলক্ষে জনসচেতনা মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সচিব আব্দুন নাসের খান।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, মৌলভীবাজার খাদ্য কর্মকর্তা মো. শামসুল আরিফিন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মামুন আহম্মেদ প্রমুখ।
এ সময় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ছাত্রদের নিরাপদ খাদ্য গ্রহণের প্রামাণ্যচিত্র দেখানো হয়। এর আগে স্কুল থেকে একটি র্যালী বের হয়।
জেবি/আরএইচ/