বজ্রপাতে নিহতদের পরিবারকে অর্থ সহায়তা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ৯ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামছ পরশের সহধর্মিণী এ্যাড. নাহিদ সুলতানা যুথী।
গত শনিবার বিকালে তিনি নিহতদের বাড়ি যান এবং প্রত্যেক পরিবারকে এ অর্থ সহায়তা দেন। বজ্রপাতে হতাহতের খবর পেয়ে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামের বাড়ি শ্রীকোল ছুটে আসেন এবং নিহত ও আহতদের খোঁজ খবর নেন।
এ সময় তিনি বলেন, বজ্রপাতে ৯ জন কৃষি শ্রমিক নিহতের ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল উন্নত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আমার উপজেলায় এই মর্মান্তিক ঘটনা শুনে আমি থাকতে পারিনি ছুটে এসেছি হতাহত পরিবারের পাশে দাঁড়াতে।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি, রাসেদ ইউসুফ জুয়েল, পাবনা জেলা যুবলীগর আহ্বায়ক, আলী মুর্তজা বিশ্বাস সনি,ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা,প্রদীপ কুমার, রাজশাহী, নাটোর উত্তর বঙ্গের বিভিন্ন জেলার যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ