জনমত সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকার রাখতে হবে: খোকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. নুর নবী জনির সার্বিক আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান পিপিএম, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন ও সোনারগাঁ থানার তদন্ত অফিসার আহসান উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম অংশে ফিতা কেটে কার্যালয় পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন। সোনারগাঁয়ের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের সহায়তা চাই। মহান এ পেশার মর্যাদা যাতে অক্ষুন্ন থাকে সেজন্য সকলে সচেষ্ট থাকবেন বলে আমার বিশ্বাস।
এ সময় আরও উপস্থিতি ছিলেন, সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুন মোল্লা, শহীদুল্লাহ রাসেল, মঈন আল হোসাঈন, যুগ্ম-সম্পাদক দ্বীন ইসলাম হীরা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান অভি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, অর্থ সম্পাদক সুমন হাসান, প্রচার সম্পাদক মো. মিঠু আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/