শিক্ষার্থী আহতের প্রতিবাদে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শিক্ষার্থী আহতের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শিক্ষার্থী রুমকি আক্তারকে বালুবাহী ট্রাক চাপা দিয়ে মারাত্মক আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ও অবাধে বালু উক্তোলন ও বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।

গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী, অভিভাবক-শিক্ষক ও এলাকাবাসীসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। 
মানববন্ধন পরিচালনা করেন, শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী রঞ্জন দেব।

প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের ১ম শ্রেণির ছাত্রী রুমকি গত বৃহস্পতিবার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে বালুবাহী ট্রাক থাকে আহত করে, এতে তার পা ভেঙে যায়, সে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা চাই বালুর গাড়িগুলো এই সড়ক দিয়ে না চলাচল করে। 

ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, মানববন্ধন হয়েছে এবং যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই কারন যে নির্মমভাবে বালুর গাড়ি দিয়ে শিশুটিকে যকম করার পর শিশুটিকে কোন চিকিৎসা সেবা সহযোগিতা না করে চলে যাওয়ায় তাদের প্রতি নিন্দা প্রকাশ করছি। 

জেবি/ আরএইচ/