বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ১০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বনপাড়া থেকে ঢাকাগামী আর.কে.আর পরিবহন ও বনপাড়া গামী আবির এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ আহত হয় কমপক্ষে ১০ যাত্রী। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, দুর্ঘটনায় কেউ নিহত হয়নি এবং কেউ আশংকাজনক অবস্থাতেও নাই।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনোর ৪ সদস্য গ্রেপ্তার
