ফুলবাড়িয়ায় ৭ টি ভ্যানগাড়ি উপহার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিক্ষুক পূনর্বাসনের কর্মসূচি আওতায় প্রশাসনের উদ্যোগে ৭ জন ভিক্ষুককে ৭টি ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে দীর্ঘদিন যাবৎ ভিক্ষাবৃত্তি করে জীবন যাবন করছে এমন ভিক্ষুক জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে আসলে, আর কোন দিন ভিক্ষা না করার শর্তে ভ্যানগাড়ি দেওয়া হয়।
এছাড়াও দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দুইজন অসহায় মুমূর্ষু রোগীকে আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোজাম্মেল হক, অফিস সহকারী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
জেবি/ আরএইচ/