তিস্তায় ধরা পড়লো দানবীয় আইড়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে ৯২ কেজি ওজনের এক দানবীয় আইড় মাছ ধরা পড়েছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিমলা উপজেলার পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে মাছটি ধরা পরে। মাছটি দেখতে উৎসুক লোকজনের ভিড় জমে যায়।
জানা গেছে জালাল উদ্দিন নামে এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। বুধবার দুপুরে তিনিসহ কয়েকজন জেলে টানা বড়শি নিয়ে তিস্তা নদীতে মাছ ধরতে যান। প্রায় ১ ঘণ্টা নদীতে বড়শি টানার পর আইড় মাছটি আটকা পড়ে।
জালাল উদ্দিন জানান, মাছটি নিজে টেনে তুলতে না পেরে কয়েকজনের সহযোগিতা নিতে হয়েছে। মাছটি টেনে মাটিতে তোলার পর সবাই সেটি দেখে অবাক! পরে মাছটি বাজারে নিয়ে গেলে অসংখ্য মানুষ সেটি এক নজর দেখার জন্য ভিড় করে। অনেকেই মাছটির পাশে দাড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।
জালাল উদ্দিন মাছটিকে ডালিয়া ২নং বাজারে নিয়ে গেলে ১লাখ ১০ হাজার টাকা দিয়ে খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী সেটি কিনে নেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনোর ৪ সদস্য গ্রেপ্তার
