ময়মনসিংহে স্বাস্থ্য পরিচালককে বিদায় সংবর্ধনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ময়মনসিংহে স্বাস্থ্য পরিচালককে বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ বিভাগীর স্বাস্থ্য পরিচালক মো. শাহ আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল  বুধবার বিকেলে নগরভবণের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আফতাব উদ্দিন আহমেদ, ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আব্দুল আওয়াল, মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী প্রমুখ। 

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, নেত্রকোনা জেলার সিভিল সার্জন মো. সেলিম মিয়া, জামালপুরের সিভিল সার্জন প্রনয় কান্তি দাস, শেরপুরের সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ।

জেবি/ আরএইচ/