বাউফলের শ্রেষ্ঠ শিক্ষিকা শিরিন আক্তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীর বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বাউফল উপজলা নির্বাহী অফিসার মো. আল আমিন শিরিন আক্তারকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ ঘোষ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অলিউল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
শিরিন আক্তার উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দদের ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনোর ৪ সদস্য গ্রেপ্তার
