কোনও অনিয়ম বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কোনো স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সঠিক নিয়মে সেবা না দিলে তাদের কাজ করতে দেবো না। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলা সদর হাসপাতাল পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলা সদর হাসপাতাল দ্রুত চালু করা হবে। এরই মধ্যে অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। এখন জনবল ও মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও প্রতি বেডে মেডিকেল অক্সিজেন সুবিধাসহ অত্যাধুনিক সব ধরনের সুবিধা থাকবে।
তিনি আরো বলেন, দেশের ৬০ শতাংশ রোগীর স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সরকারি হাসপাতালগুলো। বাকি ৪০ শতাংশ স্বাস্থ্যসেবা বেসরকারিভাবে হয়। সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসাসহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
জাহিদ মালেক বলেন, যেসব হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পাওয়া যাবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সবাইকে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
জেবি/ আরএইচ/